ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৮টায়

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন মসজিদে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অনুষ্ঠিত হবে দুটি জামাত। এরমধ্যে প্রথম জামাতটি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

বিজ্ঞপ্তিতে আরও জানানে হয়, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল মসজিদ ও আজিমপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।