ভারমুক্ত হলেন ছাত্রলীগের বেলায়েত হোসেন সাগর

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগরকে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগরকে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

ভারমুক্ত হয়ে বেলায়েত হোসেন সাগর বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যে কোনও যৌক্তিক দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রলীগ সবসময় পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। কবি নজরুল কলেজ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একটি সুপার ইউনিট হিসেবে কাজ করছে। উল্লেখ্য, গত ২ জুন কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম তাহসান রানা আত্মহত্যা করেন। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদটি শূন্য হয় এবং ১৪ জুন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বেলায়েত হোসেন সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।