চবি মার্কেটিং বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ‘পূর্ণতায় পঁচিশ’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৫তম ব্যাচের (১৬-১৭ সেশন) বিদায় অনুষ্ঠান ‘পূর্ণতায় পঁচিশ’ অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে সাড়ে ৮টায় সাইনিংয়ের মাধ্যমে সূচনা হবে এই অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় কনসার্টের মাধ্যমে শেষ হবে।

এ উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, প্রত্যেক বছর একেকটি ব্যাচের বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাপনী অনুষ্ঠানের প্রতীক্ষায় থাকেন বিভাগের বর্তমান ও সাবেক অনেক শিক্ষার্থী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভাগের করিডোর আলপনাসহ আরও নানান কিছু নিয়ে নতুনরূপে বর্ণিল সাজে সেজেছে। সবার মধ্যে দেখা যাচ্ছে উৎসবমুখর আমেজ।

অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের সাবেক শিক্ষার্থীরাও যোগদান করবেন। র‍্যালি, ফ্ল্যাশ মুভ, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পর্বে বিভক্ত দিনজুড়ে এই অনুষ্ঠান উদযাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ভিটেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক প্রতিষ্ঠান। এ ছাড়াও পৃষ্ঠপোষকতায় এনবিইআর, প্রিমিয়াম কাপ, রিলায়ান্স ট্রান্সপোর্ট।