ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা সভা

nonameগত ২৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি যথাযত সম্মান জানিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ ও ফার্মা সোসাইটি(বিইউপিস)। ‘একুশ মানে মাথা নতো না করা’ শীর্ষক এই অনুষ্ঠানে একুশের স্মৃতিতে চিত্রকর্ম এবং দেশাত্মবোধক গানের আয়োজন করে ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় অধ্যাপক ড. শারমিন নীলোৎপল। অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এবং উপ-উপাচার্য ফারহাত ইফতেকার উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেডি সারওয়াত আবেদ এবং ফার্মেসি অনুষদের প্রধান ড. ইভা রহমান কবির।
এসময় বক্তারা বলেন, একুশের চেতনা বর্তমান প্রজন্মকে দেশাত্মবোধের দিকে ধাবিত করবে এবং দেশাত্মবোধ ধারণ এবং লালন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

noname

noname

noname

noname
/এএইচ/