নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি না করার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানিয়ে দেশের দুটি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা অবিলম্বে এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজন করা মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরপর তারা মিছিল নিয়ে অপরাজেয় বাংলা ভাস্কর্যে গিয়ে মিছিল শেষ করেন।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসন নোটিশ জারি করে ক্যাম্পাসের ভেতরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়েছে।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, নোবিপ্রবি ও শাবিপ্রবি ইফতার পার্টি নিষেধ করার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। পবিত্র রমজানে ইফতার পার্টি করা আমাদের ঐতিহ্য। কিন্তু যেভাবে বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে, এটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার বিরোধী। অবিলম্বে এ নোটিশ যেন প্রত্যাহার করা হয়।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব ইফতার নিয়ে বিজ্ঞপ্তি তুলে নিতে হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স পর্বের শিক্ষার্থী আরাফাত হোসেন ভূঁইয়া বলেন, অবিলম্বে এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানাই।

আরও পড়ুন:

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি না করার অনুরোধ, চলছে সমালোচনা