‘বিজবি’র আরএফএল ফ্যাক্টরি পরিদর্শন

2বাস্তব জ্ঞান অর্জন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ‘বিজবি’র সদস্যরা প্রাণ-আরএফএল’র ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
গত শুক্রবার ক্লাবের ১২৭ জন শিক্ষার্থীরা ঘোড়াশানের ওই ফ্যাক্টরি পরিদর্শনে যান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোর মধ্যে বিজবি ক্লাব গত এক দশক ধরে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করে আসছে।
ফ্যাক্টরিটি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয় জানতে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। ফ্যাক্টরি সম্পর্কে শিক্ষার্থীদের জানিয়েছেন ফ্যাক্টরির এজিএম মো. মোস্তাক চৌধুরী।
পরে ক্লাবের সদস্যরা ফ্যাক্টরি ঘুরে ঘুরে আরএফএল’র পণ্য তৈরি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার আরিফুর রহমান বলেন, ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসা পরিচালনা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে পারে, যা পরবর্তীতে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে ভূমিকা রাখে।
এসএনএইচ