ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে শাহরীন তিলোত্তমা এবং সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় দুইশ সদস্য এতে ভোট প্রয়োগ করেন।

এছাড়া অ্যাসোসিয়েশনটির সহ-সভাপতি ইয়াসির মো. আদনান, সহযোগী সাধারণ সম্পাদক আরমান খান আপন, ট্রেজারার তাহমিদ-বিন-রহমান, সুপ্রিম কোর্ট সম্পাদক ফাতেমা খাতুন শোভা, জজ কোর্ট  সম্পাদক মারুফ উল আবেদ, সাংগঠনিক সম্পাদক রেহবুব মতিন ইফাদ, যোগাযোগ সম্পাদক নেহাল আহমেদ সিদ্দিকী, অ্যাকাডেমিক এবং প্রকাশনা সম্পাদক সাদীউল ইসলাম অন্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইরফান বশীর পরাগ, এবং সমাজ কল্যাণ সম্পাদক রামিছা আঞ্জুম রুস্মি। এছাড়াও, কমিটিতে শেখ রাসিফুল ইসলাম, তানভীর আহমেদ, জুহায়ের আনজুম প্রত্যয়, নাবিলা বেনজির পরমা, আশরাফ উদ্দিন আহমেদ (জয়), মো. মোমসাদুল ইসলাম সাদিক এবং উম্মে সালমা ফারিয়ার কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কমিটির সভাপতি শাহরীন তিলোত্তমা এবং সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান সবাইকে সঙ্গে নিয়ে দক্ষ, শক্তিশালী এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য সংগঠন প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।