নারীর অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ

IMG_3953সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে অধিকার সম্পর্কে তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।
নারী দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর মহাখলীতে ব্রাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ পরামর্শ দেন।
‘নারীর অধিকার কল্পনা, না কি বাস্তবতা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে ইউনেস্কো ক্লাব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্টের কার্যনির্বাহী প্রধান ব্যারিস্টার সারা হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক ল’ স্কুলের ডিন অধ্যাপক কাশেম উদ্দিন মাহমুদ, ইংরেজি ও মানবিক অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌসি আযীম, সহকারি অধ্যাপক ড. রিফাত মাহবুব প্রমুখ।

IMG_3803
সেমিনারে বক্তারা নারীর অধিকারের প্রয়োজনীয়তা, নারীর বর্তমান প্রেক্ষাপট এবং অধিকার বলবত করণে সামাজিক এবং আইনি প্রেক্ষাপট তুলে ধরেন।
এ বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, যুগের সাথে তাল মিলিয়ে  নারীরা অগ্রসর হচ্ছেন। আরও অগ্রসর হতে সর্বসাধারণের মধ্যে নিজেদের দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন এবং কঠোর হতে হবে।

IMG_3959
অধ্যাপক ফেরদৌসি আযীম নারীর বর্তমান প্রেক্ষাপটের পাশাপাশি অধিকার আদায়ে অতীতের ত্রুটির বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে নারীর অধিকার আদায় বিষয়ে দুটি একাডেমিক পেপার উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিসা আয়েশা এবং শেখ নোমান পারভেজ।

/এসএনএইচ/