নারী দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

1আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাস্টিস ফর অল প্রোগ্রাম ও ডিআইইউ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা নারী দিবসের তাৎপর্য এবং নারীদের অধীকার আদায়ের সংগ্রামের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিআইউ’র ভাইস চেয়ারম্যান শামিম হায়দার পাটোয়ারি, আইন বিভাগের সিনিয়র অধ্যাপক রুহুল ইসলাম সৌরভ, সহকারি অধ্যাপক সুনিতা রাণী বিশ্বাস, সহকারি অধ্যাপক মিলি সুলতানা,  বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রেহানা সুলতানা, শিক্ষানবিশ আরিফা চৌধুরী এবং ইউএআইডি’র জাস্টিস ফর অল প্রোগ্রামের সহকারি প্রধান শারমিন ফারুক।
এসি-এনএইচ (এসএনএইচ)