ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘ফ্লিম ফেস্টিভ্যাল’ শুরু

12841393_10154690492064972_2191653859479771661_oবেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুইদিনব্যাপী তৃতীয় ফ্লিম ফেস্টিভ্যাল।
মঙ্গলবার সকালে এ ফেস্টিভ্যালের উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
ওয়াল্ড ইউনিভার্সিটির ফটোগ্রাফি অ্যান্ড মিডিয়া ক্লাব এ ফেস্টিভ্যালের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার মোর্শেদা চৌধুরী, অভিনেতা এবং পরিচালক অনন্ত হিরা, নুনা আফরোজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
দুইদিনব্যাপী এ ফিল্ম ফেসটিভ্যালে পরিচালক মোরশেদুল ইসলামের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘অনিল বাগচির একদিন’ সিনেমাটি প্রদর্শীত হবে। সিনেমাটি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এছাড়া দেশীয় চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘ছুঁয়েদিলে মন’ সিনেমাটিও প্রদর্শীত হবে।
আর বিদেশী ক্যাটাগরিতে- ‘যোদ্ধা’, ‘বাজরাঙ্গী ভাইজান’, ‘বাজিরাও মাস্তানি’ জেমস বন্ড সিরিজের ‘স্পেকটার ০০৭’ এবং অস্কার বিজয়ী ছবি ‘দি রিভেন্যান্ট’ সিনেমা প্রদর্শীত হবে।
এসি-জিএম/এসএনএইচ/