গণবি’তে ‘বিশ্ব সমাজ কর্ম’ দিবস পালিত

12674314_1731983657036374_351735184_n‘প্রোমোটিং দি ডিগনিটি অ্যান্ড ওরথ অব দি পিপল’ এই স্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব সমাজ কর্ম দিবস।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৪২০ নম্বর কক্ষে এ দিবসটির উদ্ভোধন করেন বিভাগের ইনচার্জ মোসা. তাহমিনা সুলতানা।
অনুষ্ঠানের আরও উপস্থিতি ছিলেন- বিভাগের সিনিয়র প্রভাষক শহীদ মল্লিক,সহ-প্রভাষক মাহমুদুল হাসান, প্রভাষক মো. মোক্তার আলী দিপু, কামনা রানী সাধুখাঁ প্রমুখ।
মোসা. তাহমিনা সুলতানা তার বক্তব্যে বলেন, সামাজে মূল্যবোধ ও মর্যাদা বৃদ্ধি করতে সামাজ কর্ম শিক্ষা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে।
মোক্তার আলী দিপু বলেন, প্রত্যেক মানুষকে তার নিজ নিজ অবস্থান থেকে কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য কোনও কাজকে ছোট করে না দেখে নতুন নতুন কাজের সন্ধানের আহ্বান জানান তিনি।
এসি-এমটি/এসএনএইচ