মুন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাদিয়াত

radiat hasnatন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (মুন) সম্মেলসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাদিয়াত হাসনাত।
তরুণদের দক্ষভাবে নীতিনির্ধারণে পারদর্শী করে গড়ে তুলতে জাতিসংঘের আদলে গড়ে তোলা হয় ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স (মুন)। আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এ মুন সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা নিজ দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা-পর্যালোচনা ও বিতর্ক করে। পরে ভোটাভুটির মাধ্যমে ওই বিষয়ে একমত পোষণ করবেন তারা।
এবারের সম্মেলনে বেশ কয়েকটি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বিশ্বের টেকসই উন্নয়ন বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
সম্মেলনে উপস্থিত থাকবেন- যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ভারত, নেপাল, সিরেয়া লিওন, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজার তরুণ প্রতিনিধি।
মুন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ১৬ মার্চ আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন রাদিয়াত।
/এসএনএই