ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস’ পালিত

ব্রাক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস পালিতশিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে বিশ্ব ওরাল স্বাস্থ্য দিবস পালন করেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেক্সিমকো ফার্মার সহযোগিতায় রাজধানীর মহাখালী ক্যাম্পাসে গত ২০ মার্চ দিবসটি পালন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ফার্মা সোসাইটির (বিইউপিএস) শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট বিতরণের মাধ্যমে এ দিবসটি পালন শুরু হয়। এরপর ওরাল স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তথ্য ভিত্তিক প্রচারণায় গ্রুপ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। যার মধ্যে ছিল ওরাল স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী, আলোচনা এবং দিকনির্দেশনা। পরে ফার্মা সোসাইটি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওরাল স্বাস্থ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারপারসন ড. ইভা রহমান কবির, কো-উপদেষ্টা রিদওয়ান ইসলাম, সিনিয়র প্রভাষক সামিউল আলমসহ ফার্মেসি অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
/এসএনএইচ/