শহীদদের স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রের মোমবাতি প্রজ্জ্বলন

শহীদদের স্মরণে গণস্বাস্থ্য কেন্দ্রের মোমবাতি প্রজ্জ্বলন১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কাল রাতে বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শুক্রবার সন্ধ্যা ৭টায় গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের মূল ফটকে মোমবাতি জ্বালানো হয়। এরপরে তারা মোমবাতি হাতে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মং ইউ চিং বলেন, ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির ওপর হায়েনার মতো হামলা করে হানাদার বাহিনী। ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে।
শিক্ষার্থীরা বলেন, মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তারা ২৫ মার্চের ভয়াবহতাকে স্মরণ করছেন।
/এসএনএইচ/