গণবিতে স্বাধীনতা দিবস উদযাপন

01জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি র‌্যালি নিয়ে স্মৃতিসৌধে যান শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান ড.গোলাম মোহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/এসএনএইচ/