তনু হত্যার বিচার চেয়ে ‘বৃন্ত’র গণসাক্ষর


IMG_9860কুমিল্লা  ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহগী জাহান তনুর হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচছাসেবী সংগঠন ‘বৃন্ত’।
গত শনিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ মানববন্ধন ও গণসাক্ষর কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় সংগঠনের সদস্যরা তনু হত্যার সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন ।

বৃন্ত’র গণস্বাক্ষর কর্মসূচিমানববন্ধনে বক্তারা বলেন ‘ আজকের সমাজের এই অবক্ষয় একদিন মহামারী আকার ধারণ করতে পারে। তাই সরকারের উচিত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যাবস্থা করা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান , গণ বিশববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা আসিফ আল আজাদ প্রমুখ।
/এসএনএইচ/