ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চিনি কারখানা পরিদর্শন

1কুষ্টিয়া চিনি কারখানা পরিদর্শন করেছেন বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মেকাট্রনিক্স ক্লাবের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) শিক্ষার্থীরা ওই কারখানা প্রদর্শন করেন।
প্রতিবারের মতো এবছরও ক্লাবের পক্ষ থেকে তিনদিনব্যাপী চিনি কারখানা প্রদর্শনীর আয়োজন করা হয়।
মেকাট্রনিক্স বিভাগের প্রভাষক এনামুল হক সবুজের নেতৃত্বে প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন- প্রভাষক মো. তারেক উর রহমান এবং ফিরোজ মাহমুদ।
সারা বিশ্বে প্রকৌশল শাখার এক যুগান্তকারি ভূমিকা পালন করছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারা। আগামীর ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কারখানার কার্যক্রম বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওযার জন্য এ ধরনের আয়োজন করা হয়।
/এসএনএইচ/