গণ বিশ্ববিদ্যালয়ে অন্যরকম চৈত্র সংক্রান্তি

গণবি

 সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভিন্ন আঙ্গিকে চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২২ পালিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল)  বাংলা বছর ও ঋতুরাজ বসন্তের  শেষদিনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টায় কলাপাতায় বিভিন্ন রকমের ফুল ও নৌকা ভাসানোর  মধ্য দিয়ে পুরাতন বছরের সকল দুঃখ গুলোকেও ভাসিয়ে দেয় পানিতে। ফুল ভাসিয়ে দিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।এ সময় বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২২ এর আয়োজন প্রসঙ্গে আইন বিভাগের শিক্ষার্থী সম্পা ঘোষ বলেন, ক্যাম্পাসে এই বছরই প্রথম চৈত্র সংক্রান্তি উৎসব করলাম। বিগত বছরের কষ্টগুলোকে ফুলের সাথে ভাসিয়ে নতুন বছরের শুভকামনায় নৌকা ভাসালাম। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে  সাংস্কৃতি চর্চায় এই ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে।

/এফএএন/