সুন্দরবনে আগুন লাগার পেছনে মধু আহরণকারীরা দায়ী: বন ও পরিবেশমন্ত্রী

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসুন্দরবনে বার বার আগুন লাগার জন্য মধু আহরণকারীদের দায়ী করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মধু আহরণ করার সময় তারা এ আগুন লাগাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বন ও পরিবেশমন্ত্রী বলেন,সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে কৌশল হিসেবে আগুন জ্বালানো হয়। এখন শুষ্ক মওসুমে বনের ঝরা পাতাগুলো আরও বেশি শুষ্ক থাকে। এ কারণে এই শুষ্ক মওসুমে সুন্দরবনে বার বার আগুন লাগছে। সুন্দরবনের ওপর জীবিকা নির্ভর মানুষদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সুন্দরবন রক্ষায় তাদেরকে সচেতন করতে হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

সুন্দরবনে মধু আহরণকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে চুক্তি হয়েছে। এখন থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১ বিলিয়ন ডলার করে প্রদান করা হবে। সূত্র:বাসস।

/এনএস/এএ/