বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো

বায়োমেট্রিক পদ্ধতিবায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো। এই সময়সীমা ৩১ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে মে মাসের ৩১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত সিম নিবন্ধের জন্য সময় পাচ্ছেন মোবাইলফোন ব্যবহারকারীরা।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শনিবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তবে, যেসব সিম নিবন্ধন হয়নি, সেগুলো এবং যেগুলো নিবন্ধনের জন্য একবারও চেষ্টা করা হয়নি, সে সব সিম র‌্যান্ডমলি (দ্বৈবচয়নের ভিত্তিতে) ১ মে থেকে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। 
তারানা হালিম আরও বলেন, ৩১ মে’র পর যারা আগে এবং ওই সময়ের মধ্যে সিম নিবন্ধনের চেষ্টাও করেননি তাদের সিম একেবারে বন্ধ হয়ে যাবে। আর সময় বাড়ানো হবে না। এই সময়ের মধ্যে যারা এখনও সিম নিবন্ধন করতে পারেননি তাদের সিম নিবন্ধনের আহ্বান জানান। তিনি জানান, গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই কাজে এখন পর্যন্ত প্রায় ৯ কোটির বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে মোট মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ।
/এএইচ/