লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে আপিল বিভাগের না

হাইকোর্ট

বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও আপাতত বাংলাদেশিদের লিবিয়ায় যাওয়া যাবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর পাশাপাশি ১০ শতাংশ সুদ হারে তিন মাসের ভেতর তাদের টাকা ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামসহ ৭৪ জনকে লিবিয়া যেতে রাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। সাইফুল ইসলামসহ ৭৪ জনের লিবিয়া যেতে বৈধ ভিসা ও কাজের অনুমতি ছিল। কিন্তু লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সেখানে না যাওয়ার নির্দেশ দেয়। 

আরও পড়ুন: এসএসসি- ২০১৬১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

পরে তারা রাষ্ট্রের নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট তাদেরকে বৈধ ভিসায় লিবিয়া যেতে অনুমতি দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে তাদের বিদেশ যাওয়া স্থগিত চেয়ে আবেদন করেন। পরবর্তীতে ২৭ এপ্রিল চেম্বার বিচারপতি তাদেরকে লিবিয়া যেতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন এবং বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

আজ সোমবার শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম মেনে তারা লিবিয়ায় যেতে পারবেন। তবে সেটি কবে নাগাদ তা এখনই বলা যাচ্ছে না।

/ইউআই/ এসটি/  এপিএইচ/