মানবতাবিরোধী অপরাধ

কিশোরগঞ্জের পাঁচ আসামির রায় মঙ্গলবার

আইসিটি

কিশোরগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে  মানবতাবিরোধী মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটিকে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

মামলার অপর চার আসামি হলেন শামসুদ্দিন আহমেদের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন। পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া বাকি সবাই পলাতক।

আরও পড়ুন: লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে আপিল বিভাগের না

অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন  ট্রাইব্যুনাল। আসামিরা একাত্তরে মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিদ্যানগর,আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

/ইউআই/এসটি/এপিএইচ/