রিজার্ভ চুরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী মুহিতবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি-বিদেশি যারাই জড়িত থাক না কেন তাদের সম্ভাব্য সব ধরনের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় সংসদে টেবিল উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
সরকার দলীয় সংসদ সদস্য মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী সংসদের সোমবারের সব কার্যক্রম স্থগিত করা হয়। তবে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মুহিত জানান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলংকায় পাঠানো অর্থের প্রায় পুরোটাই (১৯.৯৩ মিলিয়ন মার্কিন ডলার) ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে।
এছাড়া ফিলিপাইনে পাঠানো চুরির অর্থ ফেরত আনতে যোগাযোগ অব্যহত রয়েছে। অভিযুক্তদের কাছ থেকে এখন পর্যন্ত ৯.৮২২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে ফিলিপাইনের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ওই অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য ফিলিপাইনের সিনেটের ব্লু রিবন কমিটি তাদের নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি ব্লগারদের নরডিক দেশগুলোতে আশ্রয় দেওয়ার আহ্বান

এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রাথমিক ও ৭৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়।

স্পর্শকাতরতা এবং আন্তর্জাতিকতা বিবেচনা করে ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর তা বিশ্লেষণ করে এ ধরনের সমস্যা মোকাবিলায় সরকার পদক্ষেপ গ্রহণ করবে।

ইএইচএস/এজে