আরও ১৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা

আইসিটি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আরও ১৩ জনের দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ ২৪টি অভিযোগ এনে মামলা দুটি করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহের আটজন এবং পটুয়াখালীর পাঁচজন রয়েছেন।

বুধবার রাজধানীর ধানমণ্ডিস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান সমন্বয়ক একথা  জানিয়েছেন।

পটুয়াখালীর মামলার তদন্ত কর্মকর্তা সত্য রঞ্জন রায় বলেন, পাঁচজন আসামির সবাই আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৬টি অভিযোগ এনে মামলা করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, ১৫ জন নারীকে ১০ দিন আটক করে নির্যাতন চালানো।  

/ইউআই/এসটি/