অনুমোদনহীন ক্যাম্পাসের সনদ বৈধ নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন ক্যাম্পাস থেকে পাওয়া শিক্ষার্থীদের সনদ বৈধ বিবেচিত হবে না। এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সনদের কোনও বৈধতা দেওয়া হবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
শিক্ষামন্ত্রী বলেন, দেশের কোনও বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা করা হয়নি। তবে বেআইনিভাবে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আদালতের রায় নিয়ে দারুল ইহসান বিশ্ববিদালয়ের ২৯টি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ২টি, ইবাইস ইউনিভার্সিটির ২টি, আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬টি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ১৬টি ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। আদালতের স্থগিতাদেশ থাকায় অবৈধ ক্যাম্পাসগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে না। তবে এ ব্যাপারে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ২টি আউটার ক্যাম্পাস বন্ধের বিষয়ে আদালতের ‍রায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে এসেছে। 
অারও পড়তে পারেন: রবিবার ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত
ওই সংসদ সদস্যের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দারুল ইহসান উত্তরা বিএনএস সেন্টার ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত নয়। ওই ক্যাম্পাসটি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। বিটিআরসির মাধ্যমে তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। মঞ্জুরি কমিশন থেকে অবৈধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ইএইচএস/ এমএসএম/