শেষ হলো দশম সংসদের ১০ম অধিবেশন

শেষ হলো দশম সংসদের দশম অধিবেশন। নয় কার্য দিবসের এই অধিবেশন শুরু হয় গত ২৪ এপ্রিল। বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাংবিধানিক নিয়ম রক্ষার এই অধিবেশনের পুরোটাই ঢিলেঢালাভাবে চললেও শেষ দিন উত্তেজনা ছড়ান বিরোধী দল জাতীয় পার্টিসহ সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য। এ অধিবেশনে মোট ১৪টি বিল পাস হয়। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা দ্বিগুণ করার কয়েকটি বিল ছিল।

আরও পড়ুন: দেশ নিয়ে কাউকে খেলতে দেবো না: সংসদে প্রধানমন্ত্রী

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে গৃহীত হয় ১২টি। গৃহীত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়। ৭১ক বিধিতে আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ৪৪টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।

আরও পড়ুন: সংসদ উত্তাল: আইন বাতিল হলে খারাপ দৃষ্টান্ত হবে

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য এক হাজার ৮৫২টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন এক হাজার ২৯২টি।

/ইএইচএস/এএ/