‘ পার্বত্য এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার না করার দাবি’

পার্বত্য এলাকার একটি দৃশ্যবাংলাদেশের অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে কোনও সন্ত্রাসী গ্রুপের দাবির প্রেক্ষিতে পার্বত্য এলাকা থেকে প্রত্যাহার না করার দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
আল মামুন ভূঁইয়া বলেন, ‘কোনও অবস্থাতেই পার্বত্য এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা যাবে না। দেশের অখণ্ডতা রক্ষায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে কোনও সন্ত্রাসী গ্রুপের দাবির প্রেক্ষিতে পার্বত্য এলাকা থেকে প্রত্যাহার করা যাবে না।’
সেনাবাহিনীর উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন,‘ পার্বত্য চট্টগ্রামে অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের মোকাবেলায় ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিদের মধ্যকার সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর কোনও বিকল্প নাই।’
অন্যান্য বক্তারা পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বলেও মন্তব্য করেন।
তারা অভিযোগ করে বলেন, সেনাক্যাম্প থাকা সত্বেও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিসহ উপজাতি সন্ত্রাসীদের তিনটি গ্রুপের অসহনীয় চাঁদাবাজী, অপহরণ, গুম ও অস্ত্রের ঝনঝনানিতে পার্বত্যবাসীরা অতিষ্ঠ। তাই সেখান থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করে নিলে পাহাড়ের সব মানুষ এবং উপজাতিরা অস্ত্রধারীদের হাতে জিম্মি হয়ে পড়বে।

 মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-সমঅধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, সংগঠনের কেন্দ্রীয় নেতা মো.কামাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

/এসআইএস/এসএনএইচ/এমএসএম /