বাজেট অধিবেশনশুরু ১ জুন

সংসদ অধিবেশনআগামী ১ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এটি বর্তমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন আর বাজেট অধিবেশন হিসেবে তৃতীয়। ওইদিন সংসদ শুরু হবে বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রবিবার সংবিধানের ৭২ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবারের বাজেট অধিবেশনটি পুরো রজমান জুড়ে হওয়ার কারণে প্রতিদিন সকালে শুরু হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এ অধিবেশন কতদিন চলবে বাজেটের ওপর কত ঘণ্টা আলোচনা হবে সেগুলো অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।
অধিবেশন শুরুর পরদিন ২ জুন আগামী ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ হবে বলে অর্থমন্ত্রী আবুল ‍মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে গত ৫ মে সংসদের দশম অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার ওই্ অধিবেশনের মেয়াদকাল ছিলো নয় কার্যদিবস।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!
ইএইচএস/এজে