আন্তর্জাতিক ইনকামিং কলরেট ২ সেন্ট বহাল

আন্তর্জাতিক টেলিফোন ইনকামিং (বিদেশ থেকে দেশে আসা) কলের ওপর সরকার নির্ধারিত মূল্যই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে বিটিসিএল নির্ধারিত প্রতি মিনিটে ২ সেন্ট (প্রায় ১ টাকা ৬০ পয়সা) হারেই বাংলাদেশ সরকারকে মূল্য পরিশোধ করতে হবে চারটি আন্তর্জাতিক কল ক্যারিয়ার প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানগুলো হলো- যুক্তরাজ্যভিত্তিক অরভিট টেলিকম, টেলিকম এশিয়া, সিঙ্গাপুর, ট্রান্সম্যান লিমিটেড সিঙ্গাপুর ও আইটিসি লিমিটেড সিঙ্গাপুর।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালতে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ এবং চার কোম্পানির পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন শুনানি করেন।

গত বছরের ২৪ নভেম্বর বিটিসিএল আন্তর্জাতিক কলরেট প্রতি মিনিটে দেড় সেন্ট থেকে বাড়িয়ে ২ সেন্ট করার সিদ্ধান্ত নেয়। মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আরবিট্রেশন অ্যাক্ট এর ৭ এর ক ধারায় হাইকোর্টে আরবিট্রেশন অ্যাপ্লিকেশন করে চারটি আন্তর্জাতিক কল ক্যারিয়ার প্রতিষ্ঠান।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৯ ফেব্রুয়ারি দেওয়া রায়ে বলেন, প্রতি মিনিট কলের মূল্য নির্ধারণে বিটিসিএল-কে আইন অনুযায়ী সালিশির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে বিটিসিএল ২৭ এপ্রিল আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর্স ফোরামও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। দুটি আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ আজ হাইকোর্টের রায় বাতিল করে দেন।

আরও পড়ুন: আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে

/ইউআই/এএইচ/আপ-এনএস/