আনসারুল্লাহ'র ছয় সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালআনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য (ধরার জন্য পুরস্কার ঘোষিত ) যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য স্থল ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ব্লগার, লেখক ও প্রকাশক হত্যার ঘটনায় বৃহস্পতিবার ডিএমপি’র পক্ষ থেকে এ ছয়জনের বিরুদ্ধে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সর্বমোট ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ছবি প্রকাশ করা হয়।

পুরস্কার ঘোষিত জেএমবি সদস্যরা হচ্ছেন শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২, সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল ও সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার হওয়া সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলা টিমের এই ছয় শীর্ষ জঙ্গিকে শনাক্ত করেছে পুলিশ।

পুরস্কার ঘোষিত এসব জঙ্গি ব্লগার অভিজিৎ রায়, নীলাদ্রি নীল, নাজিমউদ্দিন সামাদ, রিয়াদ মোর্শেদ বাবু, ওয়াশিকুর রহমান বাবু, প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যায় ও আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টায় সরাসরি জড়িত বলে পুলিশ জানায়।

আরও পড়ুন-

এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা 

/জেইউ/এফএস/