৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

বাজেট ২০১৬-১৭আসন্ন ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংসদের কেবিনেট কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন। বিকেল তিনটা ৩৫ মিনিট থেকে তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন।
২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। গত অর্থবছরে (২০১৫-১৬) বাজেটের আকার ছিল দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।
আগামী অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায় করা হবে।
এজে/