ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারআগামী ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ১৬ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন অফিস খোলা রাখার শর্তে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এরফলে এবার ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৯ দিন বন্ধ থাকবে সরকারি অফিসগুলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বুধবার (২২ জুন) এই তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১ ও ২ জুলাই শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি। শনিবার শবে কদরের পরদিন রবিবার সরকারি ছুটি। শবে কদরের ছুটির পর ও ঈদের আগে ৪ জুলাই একদিন অফিস খোলা ছিল। ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। তা মঞ্জুর করা হয়েছে। 

৬ জুলাই সম্ভাব্য ঈদ ধরে ৫-৭ জুলাই পূর্বনির্ধারিত ঈদের ছুটি রয়েছে। এর পর ৮ ও ৯ জুলাই আবার সাপ্তাহিক ছুটি। অফিস খুলবে একেবারে ১০ জুলাই রবিবার।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/এসআই/এফএস/