ডিএনসিসির ২ হাজার ৮৩ কোটি টাকার বাজেট পেশ





ডিএনসিসিনগরবাসীর ওপর নতুন কোনও করারোপ ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আগামী অর্থবছরের জন্য ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট পেশ করেছেন মেয়র আনিসুল হক। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে রবিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র এ বাজেট পেশ করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
মেয়র জানান, রাজস্ব আদায় ছাড়াও বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে অন্যান্য আয় ১৯ কোটি ৫৯ লাখ টাকা, সরকারি অনুদান (থোক) ২০ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ৫০ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ৮১১ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২৩৪ কোটি টাকা।
ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে রাজস্ব ব্যয় ৩৫৪ কোটি ২০ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৯ কোটি ৮৪ লাখ টাকা, নিজস্ব উৎস ও সরকারি থোক থেকে উন্নয়ন ব্যয় ৭৪৭ কোটি ৮০ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের উন্নয়ন ব্যয় ৮১১ কোটি ৫১ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ১৫০ কোটি টাকা।
মেয়র বলেন, এবার নতুন কোনও করারোপ করা হচ্ছে না। তবে হোল্ডিং ট্যাক্স প্রদানে যে ভিন্নতা রয়েছে, তার সমতা আনা হবে।

২০১৫-১৬ অর্থবছরে ডিএনসিসির প্রস্তাবিত বাজেট ছিল ১৬০১ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু সংশোধিত বাজেট দাঁড়িয়েছে ১০১০ কোটি ৪৫ লাখ টাকা। এটা ছিল মেয়র আনিসুল হকের প্রথম বাজেট। ওই বাজেটে রাজস্ব আদায় ধরা হয়েছিল ৮৮২ কোটি ১৫ লাখ টাকা, আদায় হয়েছে ৫৫৭ কোটি ৫৩ লাখ টাকা। অন্যান্য আদায় ধরা হয়েছিল ১৮ কোটি ৮০ লাখ টাকা, আদায় হয়েছে ৪ কোটি ৪০ লাখ টাকা, সরকারি থোক বরাদ্দ ৩৫ কোটি টাকা চেয়ে পাওয়া গেছে ১২ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান ১০০ কোটি টাকার স্থলে পাওয়া গেছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের বিপরীতে ৪৭৬ কোটি টাকা পাওয়ার টার্গেট ধরা হলেও বাস্তবে পাওয়া গেছে ১৬২ কোটি ৬৭ লাখ টাকা।
মেয়র বলেন, ২০১৫-১৬ অর্থবছরে সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের বিপরীতে ৩১৩ কোটি ৩৩ লাখ টাকা কম ছাড় হওয়া এবং মহাখালী কাচা বাজার প্রকল্পের দোকান বরাদ্দ না দিতে পারায় প্রায় ৫০০ কোটি টাকা কম পাওয়া গেছে। এ কারণে অর্থবছরের বাজেটে ১৬০১ কোটি ৯৫ লাখ টাকা থেকে ১০১০ কোটি ৪৫ লাখ টাকার সংশোধিত বাজেট চূড়ান্ত করা হয়েছে। বাজেট বাস্তবায়নের হার ৬৩ শতাংশ।


/ওএফ/এমএনএইচ/