রওনা হওয়ার আগে এক টুইট বার্তায় নিশা তার ঢাকা সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি টুইটে সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী ধরনের সহযোগিতা দেবেন, তারও একটি সুনিদিষ্ট বর্ণনা দেন।
ঢাকা ছাড়ার আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের বাসভবনে সংবাদপত্র ও টিভি চ্যানেলের সম্পাদকদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠক করেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা ও সহযোগিতা করার বিষয়ে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করতে রবিবার (১০ জুলাই) ঢাকায় আসেন।
নিশা ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর দু’জন উপদেষ্টা এবং কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে দেখা করেন। ঢাকায় অবস্থানকালে তিনি গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট পরিদর্শন করেন।
গত ১ জুলাই এই রেস্টুরেন্টে এক সন্ত্রাসী হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন লোক নিহত হয়। হলি আর্টিসান বেকারি চত্বরে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি বলেন, বাংলাদেশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
ঢাকা সফরকালে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ম্যানপ্রিট আনন্দ তার সঙ্গে ছিলেন। সূত্র: বাসস।
আরও পড়ুন-
পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবে সরকার
গুলশান হামলা: খায়রুল ও উজ্জ্বল ছিল ‘আহলে হাদিস’র অনুসারী
/এফএস/