ক্রসফায়ারে যেন কোনও আসামির মৃত্যু না হয় : অজয় রায়

অধ্যাপক অজয় রায়সরকারের প্রতি আবেদন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যখন কোনও অভিযান চালায় তখন ক্রসফায়ারে যেন কোনও আসামির মৃত্যু না হয়। কারণ, তারা বেঁচে থাকলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণমঞ্চ আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রয়াত ব্লগার অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সচেতনতার সঙ্গে জঙ্গিদের মদদদাতা ও পৃষ্ঠপোষকদের খতিয়ে দেখতে হবে। সেই সঙ্গে তাদেরকে আইনের আওতায়ও আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেকুলার বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা কেন জঙ্গিতে রুপান্তর হচ্ছে সেই বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা দরকার।’
একই সমাবেশে অংশ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘আমাদেরকে ভীত ও পরাজিত করার জন্যই চারদিকে লীলাখেলা চলছে। কিন্তু আমরা সেসব লীলাখেলাকে প্রত্যাখ্যান করি।’


সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন একটি দেশের মানুষ তার দেশে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, তখন সে দেশে কোনও ধরনের জঙ্গিবাদের জন্ম নেয় না।’

তিনি মন্তব্য করেন, জনগণ যদি ঐক্যবদ্ধভাবে বলে যে, আমরা এ দেশে কখনও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না, তাহলে অবশ্যই জঙ্গিবাদ প্রতিহত হবে।

গণজাগরণমঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই সারা দেশে একযোগে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবিরোধী গণসংযোগ , ২০ জুলাই শাহবাগসহ দেশব্যাপী বেলা ৪টায় বিক্ষোভ মিছিল এবং আগামী ২২ জুলাই শাহবাগে গণমিছিল। আর এসব কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘ঘরে ঘরে প্রতিরোধ’।

স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে ডা. ইমরান বলেন, ‘আজকে যারা দেশকে ইরাক ও সিরিয়া বানিয়ে, বিদেশি ফ্লাগ লাগানো হেলিকপ্টার উড়াতে চান তাদেরকে প্রতিহত করতে হবে।’

ব্লগার হত্যা প্রসঙ্গে বলেন, ‘২০১৩ সালে উগ্রবাদীরা রাজিবকে হত্যার মধ্যদিয়েই আটঘাট বেধেঁ যুদ্ধে নামে। আর তা প্রমাণিত হয়েছে অভিজিৎ রায় হত্যার মধ্যদিয়ে।’

অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির প্রমুখ।

আরও পড়তে পারেন : 'জঙ্গিদের কৌশল বড় সহিংসতার ইঙ্গিত দিচ্ছে'
আরও পড়তে পারেন: তুরস্কে নিরাপদে বাংলাদেশিরা


/এসআইএস/  এমএসএম /