রবিবার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে অন্যান্য দল থেকে, বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি ইতোমধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আর যারা এই সমস্ত সন্ত্রাস, জঙ্গিবাদ, পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধী, এসবের সঙ্গে যারা জড়িত তাদের কথা আলাদা। যাদের ঐক্য হলে পরে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে। এই ঐক্য কিন্তু থাকবে, এটাই হলো বাস্তব।’
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত একাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) যোগদান শেষে প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন উপস্থিত ছিলেন।
- জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যা, সবাই মিলে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
- ‘সর্প হইয়া দংশন করবে আর ওঝা হইয়া ঝাড়বে...’
/এজে/