সর্ব কনিষ্ঠ এমপি জুয়েল আরেং

শপথ নিলেন নতুন দুই এমপি

নাজিম উদ্দিন আহমেদ ও জুয়েল আরেংসংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হওয়া জুয়েল আরেং  এবং নাজিম উদ্দিন আহমেদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুই এমপিকে শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়েই দুই এমপি মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠকে যোগ দেন। এ সময়  সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নতুন দুই সংসদ সদস্যকে স্বাগত জানান ও অন্য এমপিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং এ সময় তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা চান। ডেপুটি স্পিকার এসময় জানান জুয়েল সংসদের সবচেয়ে বয়ঃকনিষ্ঠ এমপি।
স্পিকারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম,  প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

আরও পড়তে পারেন: জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর 

ইএইচএস