জামায়াত নিজেই জঙ্গিবিরোধী জোট থেকে সরে যেতে পারে: এমাজউদ্দিন

অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ (ফাইল ফটো)জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের যে জোট হতে যাচ্ছে সেখান থেকে জামায়াত নিজেই সরে যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় এমাজউদ্দীন আহমেদ এ কথা বলেন।

এমাজউদ্দিন বলেন, জামায়াতের নেতারা অধিকাংশই একাত্তর পরবর্তী প্রজন্ম। এ ক্ষেত্রে সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন যে জাতীয় ঐক্য হচ্ছে সেখান থেকে জামায়াত নিজেই সরে পড়তে পারে।

তিনি আরও বলেন, দেশে এখন যে অবস্থা, তাতে জাতীয় ঐক্য খুবই জরুরি।জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা কেবল একটি রাজনৈতিক দল। সরকার চাইলে যে কোনও সময় ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে।
জাতীয় ঐক্য ছাড়া বাংলাদেশের বিড়জমান সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় উল্লেখ করে এমাজউদ্দিন বলেন, স্বাধীন দেশে বসবাস করার লক্ষ্যেই ঠিক করতে হবে। দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে তা আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।বর্তমানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তাই এটা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। আর জঙ্গিবাদের শেকড় খুব বেশি দূর যায়নি, তাই নির্মূল করা সম্ভব। সে জন্যে দরকার জাতীয় ঐক্য। তাই সকলে মিলেই জাতীয় ঐক্য গড়ে তুলে, জঙ্গিবাদের এই সমস্যার সমাধান করতে হবে।  
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

 /এসটিএস/এসআইএস/এসএনএইচ/টিএন/ 

আরও পড়ুন: 

‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন ছিল লিবিয়ায়’ 

হাসনাত করিম-তাহমিদ নাগালের মধ্যেই আছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে: মনিরুল