জঙ্গিরা মরে গেলে মায়াকান্না, তাদের সঙ্গে যোগাযোগটা কী: প্রধানমন্ত্রী

PM-00নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গিবিরোধী অভিযানে মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিহত হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'জঙ্গিরা মরে গেলে যারা মায়াকান্না দেখায়, তাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগটা কী?’
শনিবার বিকালে গণবভনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন ।
তিনি বলেন, ‘ধন্যবাদ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে। জঙ্গি খতম হয়েছে। দেশ অভিশাপমুক্ত হয়েছে। তবে জঙ্গিরা মরে গেলে অনেকেই বলে তারা বেঁচে থাকলে অনেক তথ্য দিতো। এমন তত্ত্ব যেন আবার কেউ না দেয়। জঙ্গিরা মরে গেলে মায়াকান্না, তাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগটা কী?’
উল্লেখ্য, পাইকপাড়া বড় কবরস্থান এলাকার ওই বাড়িতে শনিবার সকাল পৌনে ৯টার দিকে ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

/এনএল/এনএস/