এলাকাবাসী মুরাদকে কখনও দেখেনি

পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে মেজর মুরাদ মিরপুরের রূপনগরে ১ জুলাই বাসা ভাড়া নিয়েছিল। তবে এই সময়ের মধ্যে ওই এলাকার কেউই জঙ্গি মুরাদকে দেখেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।  

পাঁচতলা ভবনের ওপরের তলায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতো জঙ্গি মুরাদ। জুলাইয়ের ২৮ তারিখেই পরিবার নিয়ে চলে যায়। কিন্তু এ সময়ের মধ্যে তাদের কেউই দেখেনি।

রূপনগরের ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়িটির পাঁচ তলায় থাকা এক বাসিন্দা বলেন, ‘তারা (মুরাদ) কবে এসেছেন জানি না। আগে দেখিনি তাদের। তাকে খুঁজতে কিনা জানি না এই রোডে আগেও দুইবার পুলিশ তল্লাশি করেছিল।’

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ। পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটি) ইউনিট ও ডিবি এ  অভিযানে যোগ দেয়। এ অভিযানে জঙ্গি মুরাদ নিহত হয়েছে এবং তিন পুলিশ আহত হয়েছেন।

আরও পড়ুন:

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ

অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ নিহত

জঙ্গি আস্তানায় গোলাগুলিতে ৪ পুলিশ কর্মকর্তা আহত

নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদের মরদেহের ছবি প্রকাশ

/সিএ/এসটি/