মীর কাসেমের ফাঁসির নির্বাহী আদেশ কাশিমপুর কারাগারে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার নির্বাহী আদেশ শনিবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এসে পৌঁছেছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো. নাশির আহমেদ।

তিনি জানিয়েছেন, বিকাল ৪টা ৫০ মিনিটে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাগারে এসে আদেশের কপি তাদের হাতে পৌঁছে দিয়েছেন। তবে আজ রাতেই তাকে ফাঁসি দেওয়া হবে কিনা বা হলে কখন হবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এদিকে এ আদেশের কপি যখন কারাগারে এসে পৌঁছায় তখনও মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের ৪৭ জন সদস্য কারা অভ্যন্তরে অবস্থান করছিলেন।

কারাগারের নিরাপত্তা বাড়াতে এর চারপাশে এরই মধ্যে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

/টিএন/