মীর কাসেমের ফাঁসিতে দুঃখ প্রকাশ তুরস্কের

তুরস্কমানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর জাতীয় পরিষদ সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকর করায় দুঃখ প্রকাশ করেছে তুরস্ক।

রবিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জামায়াতে ইসলামীর জাতীয় পরিষদের সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকরের খবরে আমরা দুঃখিত।

বিবৃতিতে বলা হয়, আমরা আবার বলতে চাই, এ ধরনের কার্যকলাপের মাধ্যমে অতীতের ক্ষতে প্রলেপ দেওয়া যাবেনা এবং আমরা আশা করি, এ ধরনের ভুল পদক্ষেপের মাধ্যমে ভ্রাতৃপ্রতীম বাংলাদেশে বিভক্তি হবেনা।

শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে কাশিমপুর কারাগারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর জাতীয় পরিষদ সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকর হয়।

/এসএসজেড/এবি/

আরও পড়ুন

‘মীর কাসেমের ফাঁসি নিয়ে পাকিস্তানের কথা বলার সুযোগ নেই’

‘রাজাকারের ভাবাদর্শ নির্মূল জরুরি’