বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে বাংলামেইল কর্মীরা

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আজিম গ্রুপের সামনে বাংলামেইল কর্মীদের অবস্থান কর্মসূচি

বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বন্ধ হয়ে যাওয়া নিউজপোর্টাল বাংলামেইলের সাংবাদিকরা। রাজধানীর কাকরাইলের জাতীয় স্কাউট ভবনে আজিম গ্রুপের চার তলার অফিসে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান বাংলা মেইলের সিনিয়র সাব এডিটর (বিনোদন সম্পাদক) রুদ্র হক।

বাংলামেইলের কর্মীরা জানান, গত জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের টাকা চান তারা। প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশে বন্ধ রাখা হলেও এখনও কর্মীদের কোনও টারমিনেশন লেটার দেয়নি বাংলামেইল কর্তৃপক্ষ। তাই আইন অনুযায়ী এখনও তারা বাংলামেইলের কর্মী। ফলে ওই দুই মাসের বকেয়া বেতন তাদের ন্যায়সঙ্গত পাওনা।

উল্লেখ্য, ‘বাংলামেইল২৪ডটকম’ অনলাইনটি বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের একটি প্রতিষ্ঠান। ফজলুল আজিম আগে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও নবম সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন।

গত ০৭ আগস্ট রবিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর গুজবসংক্রান্ত একটি সংবাদ ‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের একটি পোর্টালের বরাতে প্রকাশ করে বাংলামেইল। এতে সংবাদটি অসত্য ও ভুয়া হিসেবে বলা হলেও এর উপস্থাপনা নিয়ে আপত্তি তোলে সরকার। এরপর বিকৃত সংবাদ প্রকাশ করে গুজব ছড়ানোর অভিযোগে র‌্যাব-৩ এর একটি দল ওই রাতে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিন সাংবাদিককে ধরে নিয়ে যায়। ওই রাতেই বাংলামেইলের ওয়েবসাইটটি বন্ধ করে দেয় সরকার।পরদিন ওই তিন সাংবাদিকে গ্রেফতার দেখিয়ে মোট চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলা করেন র‌্যাব-৩ এর সদস্য শাহ আলম। গ্রেফতার হওয়া তিন সাংবাদিক হলেন বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশ। ওই মামলার অপর আসামি হচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, এজাহারে তাকে পলাতক দেখানো হয়। এরপর ১৪ আগস্ট ওই তিন সাংবাদিক জামিন পেলেও এখনও বন্ধ রয়েছে বাংলামেইল২৪ডটকম।

/এনএল/এফএস/টিএন/