এবার ব্রিটেনের ছায়া মন্ত্রী হলেন রুপা হক

রুপা হকযুক্তরাজ্যের 'ইলিং সেন্ট্রাল ও অ্যাকটন' আসন থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভুত লেবার পার্টির এমপি ডক্টর রুপা হককে দলের ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

লেবার পার্টির নেতা জেরমি করবিন শুক্রবার রুপা হককে শ্যাডো মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স হিসেবে নাম ঘোষণা করেন। পরে এক টুইটার বার্তায় রুপা হক জানান, ‘এই পদে আমাকে মনোনীত করায় সম্মানিত বোধ করছি।’

টু্ইট বার্তাযুক্তরাজ্যের কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার ও ব্লগার ডক্টর রুপা হকের পৈত্রিক নিবাস বাংলাদেশের পাবনা জেলায়। ২০১৫ সালে রুপা ইলিং ও অ্যাকটন আসন থেকে  ২২ হাজার ২টি বা ৪৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এসপি নির্বাচিত হয়েছিলেন রূপা হক।

রুপা হকশ্যাডে মিনিস্টার নির্বাচিত হওয়ার পর ডক্টর রুপা হক ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনে ঘৃণা জনিত অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ডক্টর রুপা পিএইচডি লেভেলে শিক্ষার্থীদের কাজের সুযোগ রেখে ভিসা বাড়ানোর ব্যপারেও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

/এসএনএইচ/