শুক্রবাদ-রাজাবাজারে লোডশেডিং

 

 

বিদ্যুৎ বিভ্রাটসরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার দিনভর রাজধানীর শুক্রবাদ, রাজাবাজার ও ফার্মগেইটসহ বিভিন্ন এলাকায় লোডশেডিং চলে। এর ফলে গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নাগরিক জীবন। ডিপিডিসি বলেছে, ধানমণ্ডি-কারওয়ান বাজার ৩২ কেভি লাইনে ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যে ত্রুটিপূর্ণ সরবরাহ লাইনের মেরামত কাজ শেষ হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে শুক্রবাদ, রাজাবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ বিভ্রাট আরও প্রকট আকার ধারণ করে। এরপর থেকে কিছুক্ষণ পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করতে থাকে।

শেরেবাংলা নগর কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাত তিনটায় ধানমণ্ডি-কাওরান বাজার ৩২ কেভি ভূগর্ভস্থ সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে একটি মাত্র সার্কিট দিয়ে শুক্রাবাদ, গ্রিনরোড ও এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে কিছুক্ষণ পরপর লোডশেডিং করতে হচ্ছে। তবে সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

/ওএফ/এমএনএইচ/