বিশেষ মেধার সব গবেষকদের অবসরের বয়স ৬৫ বছর

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদেবিশেষ মেধার গবেষক ও বিজ্ঞানীদের অবসরের বয়সসীমা সবার জন্য ৬৫ করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এ সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রস্তাবে বলা হয়, বিশেষ মেধার গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে সায়েন্সল্যাবের বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদে নিয়োজিতদের অবসর গ্রহণের বয়স ৬৫ বছর। কিন্তু অন্য জায়গার গবেষক ও বিজ্ঞানীদের অবসরের বয়স ৫৯ বছর আছে। এটাকে সমন্বয় করে সব ক্ষেত্রে বয়স ৬৫ বছর করা হোক। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ এ প্রস্তাব করেছে। 

জানা গেছে, ২০১৩ সালের ২১ অক্টোবর প্রথমবার ও ২০১৫ সালের ১৯ অক্টোবর দ্বিতীয়বারের মতো এ আইনটি মন্ত্রী পরিষদ সভায় উত্থাপন করা হয়। সোমবার তৃতীয়বারের মতো উত্থাপন করা হলে, তা অনুমোদন করা হয়।

এছাড়া, সভায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা-২০১৬,  খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব, জাতীয় লবণ নীতি-২০১৬, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যকরী ফি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।

এর মধ্যে শিপিং করপোরেশন আইন ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে এবং লবণ নীতি পাঁচ বছর পরপর নবায়ন করার লক্ষ্যে আবারও হুবহু অনুমোদন করা হয়েছে।

/এসআই/এসএনএইচ/টিএন/