মন্ত্রিসভায় দুটি অভিনন্দন প্রস্তাব পাস

টিউলিপ সিদ্দিক ও ড. রূপা হকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের পার্লামেন্টে বাল্য শিক্ষাবিষয়ক এবং বাংলাদেশি বংশোদ্ভুত ডক্টর রুপা হককে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের ছায়ামন্ত্রীর দায়িত্ব দেওয়ায় পৃথক দুটি অভিনন্দন প্রস্তাব পাস করেছে মন্ত্রিপরিষদ।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ দুটি অভিনন্দন প্রস্তাব পাস করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
টিউলিপ সিদ্দিক ও ডক্টর রুপা হক দুজনই ব্রিটেনের পার্লামেন্টে বিরোধীদল লেবার পার্টির সংসদ সদস্য।
এছাড়া, মন্ত্রিসভায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ নীতিমালা-২০১৬,  খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর প্রস্তাব, জাতীয় লবণ নীতি-২০১৬, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬,  সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যকরী ফি সংশোধনের প্রস্তাব এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র উপস্থাপন প্রস্তাব অনুমোদন করা হয়।
/এসআই/এসএনএইচ/ এপিএইচ/