রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির





সংসদরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ইমরান আহমেদ, আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশ নেন।
বৈঠকে সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।
/ইএইচএস/এমএনএইচ/