বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মংলা-ঘষিয়াখালী চ্যানেল উদ্বোধন করবেন





প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা (বৃহস্পতিবার) বিআইডব্লিউটিএ-এর খনন করা মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত করবেন। এছাড়া নবনির্মিত ১১টি ড্রেজারেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ-পথটি চালুর ফলে ৮১ কিলোমিটার দূরুত্ব কমেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালীর রমজানপুর এলাকায় একটি লুপকাট করায় আরও ৫ কিলোমিটার দূরুত্ব কমে মোট ৮৬ কিলোমিটার দূরত্ব কমেছে।
২০১৪-২০১৫ সালে প্রায় ১৮টি ড্রেজার ও ১৫টি স্কেভেটর দিয়ে খনন করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩ টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায় ২৪টি নৌ-পথ) খনন প্রকল্পের আওতায় প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।
/এসআই/এমএনএইচ/