পোস্তগোলার দগ্ধ পাঁচজনের মধ্যে ১ শিশুর মৃত্যু

অগ্নিদগ্ধশ্যামপুরের পোস্তগোলার এক বাড়িতে আগুন লেগে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছিলেন। ২২ অক্টোবরের ওই দুর্ঘটনায় দগ্ধদের একজন, রনি (১০), ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৪টায় মারা যায়।
রনির শরীরের ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া রনির মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
পোস্তগোলার ওই বাড়িতে পাইপের ছিদ্রপথে গ্যাস নিঃসৃত হয়ে আগুন ধরে যায়। এতে পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হন।

অন্যান্য দগ্ধরা হলেন আবুল কালাম আজাদ (৪০), জেসমিন বেগম (৩৫), পারভিন (২০), সোহানা (৪)।

দগ্ধ হওয়া বাকিরা এখনও ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। 

/এআইবি/এইচকে/